• October 16, 2025, 12:27 pm

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে দুই কোটি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি 58 Time View
Update : Monday, May 19, 2025

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দুই কোটি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত পঁচিশ টাকা মূল্যের বিপুল পরিমান কসমেটিক্স সামগ্রী, মাদকদ্রব্য, ঔষধ এবং চকলেট আটক করেছে বিজিবি।

অদ্য ১৯ মে ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল ও হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রি-পিস, টর্চ লাইট, পান মসলা,তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা, সিগারেট, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, সিএনজি, বিভিন্ন প্রকার ঔষধ, এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২,০৭,৪২,৫২৫/-(দুই কোটি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত পঁচিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category