• October 17, 2025, 8:11 am

বেনাপোলের পাঁচভূলট থেকে ২ পিস্তল ২ টি ম্যাগাজিন সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে

Reporter Name 59 Time View
Update : Friday, May 30, 2025

বেনাপোল প্রতিনিধি :

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পাঁচভূলট বিওপি কর্তৃক ০২টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০২টি খালী ম্যাগাজিন এবং ০২ টি মোবাইলসহ ইছা ও আব্দুল মজিদ নামে দুইজন কে আটক করেছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারেন যে পাঁচভূলট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে পাঁচভূলট বিওপি’র ০১টি চৌকষ টহল দল ২৯ মে ২০২৫ তারিখ ২০২০ ঘটিকায় পাঁচভূলট সর্দারপাড়া নামক স্থানে বসবাসকারী মোঃ আব্দুল মজিদ (৪৮), পিতা-মৃত মোঃ ইমাম এর বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ০১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ০১ টি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মোঃ আব্দুল মজিদ (৪৮) এর দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষনাত একই গ্রামের বাসিন্দা মোঃ ইছা সর্দার (৫০), পিতা-মোঃ রবিউল সর্দার এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার গোয়াল ঘরের পার্শ্ব হতে আরও ০১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ০১ টি ম্যাগাজিনসহ সর্বমোট ০২ টি পিস্তল ও ০২ টি খালী ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের ঠিকানা গ্রাম+পোষ্ট-পাঁচভূলট, থানা-শার্শা, জেলা-যশোর। উদ্ধারকৃত পিস্তলের মূল্য-২,০০,০০০/- টাকা, ম্যাগাজিনের মূল্য আনুমানিক-১০,০০০/- টাকা এবং মোবাইল এর মূল্য আনুমানিক-১০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য-২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category