• October 16, 2025, 12:28 pm

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ২৯৯ বোতল ফেন্সিডিল আটক

Reporter Name 53 Time View
Update : Thursday, June 5, 2025

বেনাপোল প্রতিনিধি :

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি গোগা ক্যাম্পের সদস্যরা ২৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে।৫ জুন ২০২৫ তারিখে গোগা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের চালানটি আটক করা হয় ।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ জুন ২০২৫ তারিখে গোগা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category